
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে ঢাকা উত্তর মহানগর বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে।
আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, তাদের নবগঠিত কমিটির সদস্যরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে।
তবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, নেতাকর্মীদের বিশৃঙ্খলার কারণেই পদক্ষেপ নিয়েছে পুলিশ।
ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নতুন কমিটির নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হামলার ঘটনায় নিন্দাও জানান।