সংবাদ বিঞ্জপ্তি: দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফক্সনিউজাবিডির সম্পাদক সাংবাদিক আসগর আলী সাগরের ওপরে হামলার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা নিন্দা, প্রতিবাদ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়। আজ শনিবার সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন, গতকালা শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আসগর আলী সাগর এর ওপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রাজশাহী জেলার মোহনপুর ঘাসিগ্রাম ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আসগর আলী সাগর এর ওপরে অতকৃত হামলা চালায় মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ইমরান আলি সোনার এর ছেলে দেলোয়ার হোসেন সম্রাট, উজ্জল,ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরাজিত প্রার্থী নুরুলসহ ৫/৭ জন।
এর পরে তারা মোহনপুর বেলনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে সাংবাদিক আসগর আলী সাগরকে তুলে নিয়ে গিয়ে গোছা বাজার মাঠে আরো সংঘবদ্ধচক্র ১০/১২ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সাংবাদিক আসগর আলী সাগর এর ওপরে ফের হামলা করে। এ সময় সাংবাদিক আসগর আলী সাগরের দুইটি মোবাইল ফোন,পকেটে থাকা ১৭,০০০/ সতেরো হাজার টাকা ও তার ব্যাবহৃত মটর সাইকেলটিও নিয়ে চলে যায় তারা।
পরবর্তিতে সন্ত্রাসীরা মটর সাইকেল টি ফেরত দিয়ে গেলেও মোবাইল ফোন ও নগদ টাকাগুলো ফেরত দেননি তিনি। সাংবাদিক আসগর আলী সাগর প্রথমে মোহনপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমরা সাংবাদিক সাগরের ওপরে হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি।