মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আওতাধীন আরসিসি সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ।১৮ জানুয়ারি উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় জেলা প্রশাসক হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস এ সড়ক পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ, জেলা সহকারী কমিশনার (গোক্নীয় ) তামসিদ ইরাম খান, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী উপসহকারী আশরাফ, আরিফুল ইসলাম, কার্যসহকারী আনিসুজ্জামান, মেসার্স বিনিময় ট্রেডার্সের ঠিকাদার প্রতিনিধি হারুন অর রশিদসহ আরো অনেকে।
হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস পর্যন্ত ১ হাজার ৮৩ মিটার আরসিসি সড়কটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা। এ সড়কটি নির্মানাধীন কাজ করছে মের্সাস বিনিময় ট্রেডার্স। কাজের মেয়াদ ধরা হয়েছে ১২ মাস। আগামী মার্চে এ সড়কের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদার ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।