আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৮০ বছর বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার নুরুল্যাবাদ ইউপির নুরুল্যাবাদ উত্তর পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা আকলিমা বেওয়া মৃত নুরুউদ্দিন প্রামাণিকের স্ত্রী। তার সংসারে অভাবের কারণে নিহত বৃদ্ধার ছেলে আজিজুল হক ঢাকাতে রিক্সা চালান। তিনি বাড়িতে তার পুত্রবধু লাইলি বেগমের সঙ্গে তিনি থাকতেন। হঠাৎ করে আজ বিকেলে তার শয়ন ঘরে তার গলাকাটা লাশ দেখা যায়।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমরা খবর পাই। সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। কে বা কাহারা তাকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।