আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদী হতে
জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নের ১০৮ জন জেলেকে ৮০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে ।
বুধবার (১৬ মার্চ) সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ হতে উক্ত জেলেদের চাউল বিতরণ করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিতছিলেন, কাওয়াকোলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়াররম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, ইউপির মেম্বার ছানোয়ার হোসেন সহ অন্যান্য সদস্য এবং সদর উপজেলার মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী ও সুফলভোগী জেলেগন।