নিজস্ব প্রতিনিধিঃরাজশাহীর তানোরে যাবৎ জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।গ্রেপ্তার কৃতের নাম নজরুল ইসলাম (৪৮)। সে তানোর উপজেলার ছাঐড় গ্রামের মৃত ভন্ডু মন্ডলের পুত্র।২৭ বছর আগে স্ত্রী হত্যা মামলায় আদালত তাকে যাবৎ জীবন করাদন্ড প্রদান করেন। সেই থেকে সে পরাতক ছিলো।পলাতক অবস্থায় সংসার করছিলো আত্মগোপনে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিেতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বরেন, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।