তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলের দিকে মুন্ডুমালা সরকারি বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তিনবারের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ হোসেন মুন্টু, জেলা যুবলীগের সহসভাপতি আরিফ রায়হান তপন, সহ সম্পাদক বদিউজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজেমান আলী মুন্ডুমালা পৌর আওয়ামী সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন,উপজেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব আহম্মাদ হোসেন সিজার, সহ-সভাপতি সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক জুলফিকার আহমেদ হিরো, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাহিদ হাসান, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক শাওন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল। শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ৯ ওয়ার্ডের যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার ও নামাজের পর দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান।