তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপিতে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ। শনিবার সকালের দিকে পরিষদ চত্বরে বিতরণ করা হয় কার্ড। এ-উপলক্ষ্যে পরিষদ চত্বরে ইউপি সচিব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি ফরহাদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন, ইউপি সদস্য ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল, সংরক্ষিত সদস্য বেলি খাতুন, ইউপি সদস্য লুৎফর রহমান, শফিকুল ইসলাম রাজা, মতিউর রহমান প্রমুখ। এসময় কার্ড নিতে আসা উপকার ভোগীদের বলেন বাজার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনসাধারণের পকেট কাটছে। আগামী রমজান মাস কে সামনে রেখে নিম্ম মধ্যবৃত্তদের জন্য বর্তমান সরকার ন্যাযা মূল্যে নিত্যপণ্য পায় সে জন্যই টিসিবির পণ্য পেতে পরিচিতি কার্ড দেওয়ার ব্যবস্হা করেছেন।এই ইউপির জন্য ১ হাজার ৫৬৮ জন ব্যক্তিকে কার্ড দেওয়া হয়েছে।
রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা নভেম্বর বিকাল পাঁচটার সময় কাঁঠালবাড়িয়া হারুপুর মোর সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাসিক এলাকা সংলগ্ন খেলার মাঠ কে কেন্দ্র করে উভয় পক্ষের তর্ক-বিতর্কের মাঝে এলাকাবাসীর উপরে হামলা…