নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহী চারঘাট উপজেলা কামিনীগঙ্গা রামপুর জমি সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের সাথে অশ্লীন ব্যবহার এবং হুমকি প্রদান অতিষ্ট হয় থানায় অভিযোগ দায়ের করেছেন বড় ভাই।
সম্প্রতি এমন একটি আলোচিত ঘটনা ঘটেছে, চারঘাট উপজেলা কামিনীগঙ্গারামপুরে মোঃ মোক্তার আলী (৫০), পিতা মৃত মোঃ আজিজুল হক, আক্তার আলী(৪৫), জারমান আলী (৪২) এবং পাতন আলী (৩৫) একই বাবার চার ছেলে এবং আপন ভাই।
তারা চার ভাই মিলে কামিনীগঙ্গারামপুর মোজার জমি ক্রয় করে থাকেন,বড় ভাই মোক্তার আলী অনুপস্থিতিতে জমির রেজিস্ট্রার করে নেন তাদের নামে। তারপর থেকে বড় ভাই মোক্তার আলী কে খারাপ নজরে দেখা শুরু করে।
প্রায় ঝগড়া বিবাদ লেগে থেকে এমন পর্যন্ত হুমকি প্রদান শুরু এবং যাতায়াত করা রাস্তায় তাকে বাধা দেওয়া পর্যন্ত এবং ব্যবহৃত টয়লেট ভেঙে দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং পাথর দিয়ে বড় ভাইকে আঘাত করে যখম করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন শেষে ছোট ভাই দের অত্যাচারে অতিষ্ট হয়ে চারঘাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন বড়ভাই।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।