আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, মেসার্স পরমানিক জুয়েলার্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাঈদ রাজু, সাধারণ সম্পাদক মেসার্স নিউ বাংলাদেশ জুয়েলার্স এর বাবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম রাজু।
আজ বুধবার ৩০ মার্চ দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, আলোচনা সভার মধ্য দিয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিক মেয়াদের কার্য্যকারী পরিষদের চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়।
নওগাঁয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাচন উপলক্ষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড গঠন করা হয়, আহবায়ক এর দায়িত্ব পালন করেন, রইস উদ্দীন সরদার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিক মেয়াদের কার্য্যকারী পরিষদের চূড়ান্ত কমিটি ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি অনুপ কুন্ডু মিঠু, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরদার, কোষাধক্ষ্য গৌর সাহা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার সাহা খোকন, প্রমূখ।