নিজস্ব পতিবেদকঃ হ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে ২ শীর্ষ কিশোর ডাকাতকে গ্রেপ্তার করেছে চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।১৯ মার্চ ২০২২ দুপুর অনুমান ১২ ঘটিকার সময় ভলাকুট- বাঘী রাস্তার মধ্যবর্তী শশ্মান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চাতলপার তদন্ত কেন্দ্রের আই.সি কাঞ্চন কুমার পাল সঙ্গীয় এস আই আব্দুর রহিম,এ,এস আই আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুই কিশোর ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়রাজানায়,বিটুই-কাহেতুরা,বেরুইন-তুল্লাপাড়া সহ নাসিরনগরের ফাঁকা রাস্তায় সুযোগ পেলেই তারা চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম চালায় এই কিশোর গ্যাংটি। তাছাড়া তারা গাঁজা, ইয়াবার ব্যবসা ও পাচারের সাথে জড়িত রয়েছে বলে আইন শৃংখলা বাহিনীর হাতে যথেষ্ট প্রমান রয়েছে।
গ্রেপ্তাকৃত কিশোর ডাকাতরা হলেন ভরাকুট গ্রামের সৈয়দ হোসেনের ছেলে সুমন মিয়া (২২) জহিরুল ইসলামের ছেলে মোঃ আকাশ খান (১৯)। দুই শীর্ষ ডাকাত গ্রেফতারের খবরে ভলাকুট,কুন্ডা সহ আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল মিয়ার আন্তরিক চেষ্টায় তাদের আটক করার কাজটি সহজ হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানায়,এই চক্রের চুরি,ডাকাতির কারনে ভলাকুট সহ আশপাশের লোকজন রাতে নিজ ঘরে শান্তিতে ঘুমাতে ও নির্বিগ্নে রাতে রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেনা