নিজস্ব প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় এক জাহাজশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করার জেরে এ হত্যাকাণ্ড; খুন করেছে সেই বন্ধুই।
মোংলাপোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. শাহীন। ৩৫ বছরের শাহীনের বাড়ি ছাড়াবাড়ি এলাকাতেই।
মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল এসব নিশ্চিত করেছেন।
শাহীনের পরিবারের বরাতে দিয়ে তিনি জানান, বন্ধু মো. মারুফের সাবেক স্ত্রীর সঙ্গে শাহীনের সম্পর্ক ছিল। তাদের বিয়ে হওয়ায় মারুফ ক্ষিপ্ত ছিলেন। এর জেরই মারুফ তাকে হত্যা করেন।
তিনি আরও জানান, মারুফও ছাড়াবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।
শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, ‘আমার ভাই দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্ত স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকে আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ খুন করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, ‘রাতে স্থানীয় কয়েকজন রক্তাক্ত শাহীনকে হাসপাতালে আনে। তবে তার আগেই শাহীনের মৃত্যু হয়। তার পেটে বড় ধরনের ইনজুরি থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’