

নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক, বিএডিসির নাটোরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন এবং বিএমডিএর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলীকে কমিটির সদস্য করা হয়েছে। দুই কৃষকের মৃত্যু এবং সেচের পানি সময়মত না পাওয়ার কারণ উদঘাটনে কমিটিকে সরেজমিনে তদন্ত করতে বলা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে কৃষি জমিতে পানি না পেয়ে গত গত ২১ মার্চ কৃষক অভিনাথ মারান্ডির ও রবি মারান্ডিও বিষ পান করে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বোরো ধানের জমিতে সেচের জন্য এখন দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গভীর নলকূপে আগের মত পানি না ওঠায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।