বিনোদন ডেস্কঃইনস্টাগ্রামে গত শনিবার নিজের একটি নতুন ছবি পোস্ট করেন বলিউড বাদশা শাহরুখ খান। মুহূর্তেই ভাইরাল হয় যায় অভিনেতার এইট প্যাকস অ্যাবসের ঘাম ঝরানো সেই ছবি।
কাঁধ ছাপানো লম্বা চুল টেনে বাঁধা, ডান হাতের ফোর আর্মসে ট্যাটু, চোখে ডার্ক শেডস সানগ্লাস ও অলিভ রঙের ট্রাউজার্স।
৫৬ বছর বয়সী কিং খানের এই হট অবতার ও ফিটনেস দেখে মুগ্ধ নেটদুনিয়া। এই তালিকায় রয়েছেন শাহরুখের স্ত্রী গৌরি খান এবং কন্যা সুহানা খানও।
বাবার সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সেই মুগ্ধতা প্রকাশ করে সুহানা বুঝিয়ে দিয়েছেন, তার বাবার শরীরচর্চা না করা এবং ফিটনেস বজায় না রাখার আর কোনো অজুহাত দেয়া চলবে না।
ছবিটির ক্যাপশনে সুহানা লেখেন, ‘আহ্, আমার বাবার বয়স কিন্তু ৫৬। আমরা আর কোনো অজুহাত শুনব না।’
এরপর হ্যাশট্যাগ দিয়ে পাঠান শব্দটিও জুড়ে দিয়েছেন তিনি।
স্ত্রী গৌরি খান শাহরুখের সেই ছবিটি টুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠানের এই স্পন্দন ভালোবাসি।’
আর নিজের এই ছবিটি পোস্ট করে শাহরুখ লিখেছিলেন, ‘শাহরুখ যদিও একটু থেমে থাকতে পারে, পাঠানকে কীভাবে আটকাবেন। অ্যাপ আর অ্যাবস সবকিছুই বানাব।’
গত বছর থেকেই পাঠান সিনেমার শুটিং শুরু করেছেন শাহরুখ। সঙ্গে রয়েছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই মুহূর্তে পাঠানের শুটিংয়ের জন্য স্পেনে রয়েছেন তারা। সেখানে সিনেমাটির ১৭ দিনের শিডিউল রয়েছে। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান।