নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকের পর এবার মাধ্যমিক পর্যায়েও রমজান মাসে নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত হাইস্কুল-কলেজের ক্লাস চলবে। অর্থাৎ ২৪ রমজান পর্যন্ত ক্লাস হবে।
এর আগে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়। সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আইনজীবী বলেন, ‘বাংলাদেশে ৯০ ভাগ নাগরিক মুসলমান। তাদের ধর্ম ইসলাম। প্রথা ও রীতি অনুয়ায়ী রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে ক্লাসে লেখাপড়া শেখানোর বিষয়ে মনোযোগী হন না।’
এমনকি রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা সংবিধানের ২৬, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলেও নোটিশে উল্লেখ করেন তিনি। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষাসচিবকে বিবাদী করা হয়।
করোনাভাইরাস সংক্রমণের হার কমায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হয় এর দুই সপ্তাহ পর।
ক্লাস শুরুর পর প্রাথমিকের (প্রথম-পঞ্চম) ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।