নড়াইল, প্রতিনিধি ঃ নড়াইল কালিয়া উপজেলায় সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। এ বিষয়ে নড়াইল নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের নথি সুত্রে যানা গেছে, (২৭ ফেব্রুয়ারী) রবিবার বিকালে
দৈনিক খুলনা পত্রিকার কালিয়া প্রতিনিধি বাবুল মল্লিক তার পেশাগত দায়িত্ব পালনের জন্য নড়াগাতি থানার উদেশ্যে রওনা হয়। আসর পথিমধ্যে তার মোটর-সাইকেলের গতি রোধ করেন তরিকুল ইসলাম, পিতা – সিরাজ ফিকর। বাবলু মল্লিক কিছু বুঝে উঠার আগেই তাকে ধরে কিল ঘুষি মারতে থাকে। মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াগাতি থানায় নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত তরিকুল ইসলাম।
এ বিষয়ে বাবলু মল্লিক বলেন, আমাকে কোন কিছু বুঝে উঠার আগে মারধর করেছে তরিকুল এ ঘটনায় নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
নড়াগাতি থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।