হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:নরসিংদী জেলা পরিষদের সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এম শহিদুল্লাহ্ পাঁচ দিনের সংযুক্ত আরব আমিরাত (দুবাই) সফর শেষে এমিরাট ফ্লাইট নং-ইকে-৫৮২ যোগে ১২ সেপটেনবর ,রবিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।খবর বাপসনিউজ।
দুবাই অবস্হানকালে প্রবাসী বাংলাদেশীদের সাথে তিনি সাজারা ১০ নম্বরে সেীজন্য সাক্ষাত করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
পরে তিনি তাঁর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী সাথে সৌজন্য সাক্ষাত করেন ও দুবাইয়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক স্হান সমূহ যেমন মেরিনা,দুবাইমল,দেরা স্বর্নমহল,ফুজিরা , ডলফিন হোটেল ও আটলান্টা সিটি,বরুজ খলিফা
ফুরকরিয়া,ফ্রামজমুরা এসব দর্শনীয় স্হান ঘুরে দেখেন।উল্লেখ্য, তিনি ২০ আগষ্ট যুক্ত রাষ্ট্রে সফরে আসেন ।নিউইয়র্ক ,মায়ামী,নিউজারসী,কানেকটিকার,ফিলাডেলফিয়া ,নায়াগরা ফলস ,বাফোলো এবং কানাডা সফর করেন ।১৬ দিন অবস্হান এর পর মায়ামী থেকে দুবাই যান ।