চারঘাট প্রতিনিধিঃ;গত ১১ সেপ্টেম্বর ২০২১ তাং রাত০৯.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে (১) ১ কেজি হেরোইন এবং আসামী ১। মোঃ মনিরুল ইসলাম জনি (৩২), পিতা-মোঃ মাহবুবুর রহমান, সাং-নতুনপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন।ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে পাকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া ইং ১১/০৯/২০২১ খ্রিঃ রাত ০৯.৩০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে পাকা রাস্তার উপর পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত উক্ত ব্যক্তি প্রকাশ্য বলে যে, তাহার ডান হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে।
অনেক লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম জনি (৩২)এর দেহ তল্লাশীকালে তাহার ডান হাতে থাকা ০১ টি প্লাস্টিকের বাজরের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ১০০০ গ্রাম বা ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার (যাহা টহল গাড়ীতে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত), যাহার মূল্য আনুমানিক১,০০,০০,০০০/-(এক কোটি) টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করিয়া রাজশাহী জেলার চারঘাট থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে এবং সে আরো জানায় যে, উক্ত মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছিল।আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।