আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে রড বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালক ও হেলপার। মঙ্গলবার দুপুরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বড়বড়িয়া এলাকায় এ দুঘর্টনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার প্রান্নাথপুর গ্রামের মৃত তোমছের আলীর ছেলে মুসলিম উদ্দিন (৬৫)।
সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এদিন নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে রড বোঝাই ট্রাক্টর নিয়ে একটি ব্রিজের কাজের জন্য তারা তিনজন আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় রাণীনগর উপজেলার বড়বড়িয়া এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে রডের নিয়ে চাপা পড়ে ঠিকাদারের কেয়ারটেকার মুসলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।#