সাংসদ ফিজার ও তার ভাইকে নিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল কে নিয়ে মিথ্যা, বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদের, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার পৌর এলাকার সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কয়েক হাজার নারী পুরুষের অংশ গ্রহনে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্থানীয় নিমতলা মোড় চত্বরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে দাড়ীয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মস‚চি পালন করেন তারা।
এর আগে সকাল থেকে ফুলবাড়ী সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজর নারী-পুরুষ সমবেত হতে থাকেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মস‚চিতে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ,হিন্দু বৈদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ,উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি, উপজেলার কাজিহার ইউনিয়নের পুখুরি ডাঙ্গাপাড়া গ্রামবাসি সহ বিভিন্ন মন্দির কমিটি ও স্থানীয় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজর নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় মানবন্ধনে বক্তারা দাবি করেন, দিনাজপুর ৫ আসনের সাতবারের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার পরিবারকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল দিনাজপুর প্রেসক্লাবে মিথ্যা সংবাদ সম্মেলন করেন, যা সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সুনাম নষ্ট করার একটি পাঁয়তারা। ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে এই এলাকার আদিবাসি, হিন্দু, মুসলিম সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। একে অপরের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে বসবাস করে আসছেন এই এলাকার মানুষ। এই সম্প্রীতি বিনষ্ট করা সহ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার পরিবারকে জড়িয়ে আদিবাসীদের দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন ওই কুচক্রি মহল। তাই যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাস্তির আওতায় আনবেন এমন দাবিও জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা প‚ঁজা উদযাপন পরিষদের সদস্য-সচিব বিমান চন্দ্র সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আহব্বায়ক জয়রাম প্রসাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য যুব পরিষদের আহবাবয়ক মানিক সরকার,আদিবাসী উন্নয়ন সমিতির নেতা কোমল কিস্কু,প‚ঁজা উদযাপন পরিষদ খয়েরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি অনিল সরকার,আলাদিপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি শ্যামল চন্দ্র,কাজিহাল ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হেমন্ত কুমার প্রমুখ।
উল্লেখ্য যে গত ২০ মার্চ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়োতনে সংবাদ সম্মেলন করেন ফুলবাড়ীী উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরি এলাকার সন্তোষ রায়ের ছেলে বিকাশ রায়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,স্থানীয় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের পুকুর দখলে দখলদারদের সহযোগিতা করেছেন সাবেক মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল । এবং তাদের নির্দেশ বাস্তবায়ন করেছেন জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, কাজিহাল ইউনিয়নের তহসিলদার স্থানীয় প্রশাসন, সহকারী কমিশনার ভুমি এবং থানার ওসি। গোপনে ও প্রকাশ্যে তাদের সার্বিক সহযোগিতায় সংখ্যালঘু হিন্দু আদিবাসীদের জমি দখলের জন্য হামলা-মামলা সহ নিষ্ঠুর নির্যাতন করে ভ‚মি ও পুকুর দখল করা হয়েছে। প্রতিবাদ করলে,সংখ্যালঘু ও দিবাসীদের দুর্বিষহ নির্যাতন সহ দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার হুমকি প্রদান করছেন এমপির ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল। এমনটাই অভিযোগ সংবাদসম্মেলন কারীদের।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি মোছা. শামিমা আক্তার জাহান বলেন,এটি একটি অফিসিয়ালী বিষয় কাগজপত্র দেখে আইন আনুযায়ি কাজ করা হয়। এবিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।