আতিকুল্লাহ আরিফ স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জেঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮৯০ গ্রাম হেরোইনসহ বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় বাবুর শয়নকক্ষে রক্ষিত থাকা অবস্থায় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত আসামি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে বাবু ওরফে তিনুছ বাবু (২০)।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।