মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের অয়োজনে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার ৫ম দিনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা চত্বরে আয়োজিত মেলায় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জেলা এবং উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে সংবর্ধনা জানান উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা. শামিমা আক্তার জাহান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.লোকমান হাকিম,সাবেক জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. মোকাদ্দেস হোসেন বাবলু,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা অম্বেশর রায় চৌধুরী প্রমুখ।
এর আগে দিনাজপুর জেলা সদর থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ পঞ্চাশটি জাতীয় পতাকা নিয়ে সুবর্ণ জয়ন্তী র‌্যালী নিয়ে জয় বাংলা শ্লোগান দিতে দিতে উপজেলা চত্বরে প্রবেশ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *