নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নাচোল থানা ও গোয়েন্দা শাখা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন ও ৩ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। ২৮ ও ২৬ আগস্ট অভিযানগুলো পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রহিম (৪৫) ও মনিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪৫)।

শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে নাদিম হোসেন (২০), গোমস্তাপুর উপজেলার খোসাল পাড়া এলাকার সুরেন মন্ডলের ছেলে শ্রী শষ্ঠি মন্ডল (২০)। একই উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নতুন বাররসিয়া গ্রামের বদিউর রহমানের ছেলে
তরিকুল ইসলাম ওরফে বাবু(২৪) একই এলাকার শাহজাহানের ছেলে আলমগীর (৩৫) ও নাচোল উপজেলার সাবাইতারা এলাকার শাজেমানের ছেলে শামীম (৩৩)।

জানাগেছে, শিবগঞ্জ উপজেলার পিরোজপুর মোড় থেকে ১২৫ বোতল ফেনসিডিলসহ রফিকুলকে, গোমস্তাপুর উপজেলার আস্থার রহমান সেতুর টোলঘর থেকে ৬৭ বোতল ফেনসিডিলসহ শষ্ঠি মন্ডলকে, রানীনগর দূর্লভপুর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আলমগীর ও রহিমকে, নাচোলের কাল‌ইর খারিপারা থেকে ১ কেজি গাঁজাসহ শামীমকে ও নাচোল বাস স্ট্যান্ড এলাকার বিশাল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ বাবু ও আলমগীর কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই অনুপ কুমার সরকার, এসআই আসগর আলী, এসআই মশিউর রহমান, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স ও নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজার নির্দেশনায় নাচোল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

এ সব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে