
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শোকের মাসে শোকের মধ্যো দিয়ে জেলা প্রশাসন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় নওগাঁ সদর উপজেলা পরিষদ এর অডিটোরিয়াম এ আয়োজন হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ কেএমএ মামুন খান চিশতি, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমান উদ্দিন, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।