
নিজস্ব প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে বিয়ের নৌকায় বর্জ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নিতহত অন্তত ১৭ জন বলে জানিয়েছে স্থানীয়রা । প্রতক্ষ্যদোর্শিরা জানায় সকালে চাঁপাইনবাবগঞ্জের আলীম নগর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিন পাকার উদ্দেশ্য একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বর্জ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকা ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় ১৭ জন নিহত হয়েছ বলে জানাগেছে। গ্রামবাসীরা জানায়, নৌকায় ২৫ জন বরযাত্রী ও ১০ জন সাধারন যাত্রী ছিলেন।
উল্লেখ্য,চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে বর আনতে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়েছেন আরো ছয়জন। আজ বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বরপক্ষ। পদ্মা নদী পার হওয়ার সময় বৃষ্টি শুরু হলে তারা তেলিখালি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।