

মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার।
চাঁপাইনবাাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ইট বোঝাই ট্রলি উল্টে গোলাম রাব্বানী(১৭) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। নিহত গোলাম রাব্বানী রহনপুর কজিগ্রাম কলকলি পাড়ার কবির আলীর ছেলে। ২ এপ্রিল শনিবার সকাল ৮টার দিকে রহনপুর ইউনিয়নের তালখাড়ি ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলির চালক ও আরো দুই শ্রমিক গুরতর আহত হন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, ইট বোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে আসার পথে তালখড়ি ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এসময় ইটের নিচে চাপা পড়ে ট্রলি শ্রমিক গোলাম রাব্বানী মারা যান। এ ঘটনায় ট্রলি চালকসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।