রাজশাহীর পদ্মায় বাড়ছে পানি, ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলি জমি- স্থাপনা

নিজস্ব প্রতিনিধি ঃ ফারাক্কা থেকে ধেয়ে আসা পানিতে বাড়ছে ফুলে ফুলে উঠেছে রাজশাহীর পদ্মার পানি।সেই সঙ্গে বাড়ছে নদীর ভাঙন। তাদের শেষ সম্বল বসতবাড়ি কখন ভাঙ্গনে পদ্মা গর্ভে চলে যায় তাই নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মাপারের হাজারো মানুষ।

গত এক সপ্তাহের মধ্যে উপজেলার সদর ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার জমি, ফসল,গাছপালা , কবর স্থান সহ অনেক স্থাপনা পদ্মায় গর্ভে বিলীন হয়েছে।
এই পদ্মা ভাঙ্গন থেকে রক্ষা পেতে এলাকার লোকজন পদ্মা পারে ,সৃষ্টিকর্তার নিকট কেঁদে কেঁদে প্রার্থনা করছেন। এখন তাদের বাঁচানোর একমাত্র ভরসা মন রাখুন আলামিন বলে জানিয়েছেন ওই এলাকার ইমাম মাওলানা আমানুল্লাহ আমান।

এক দশক ধরে এসব এলাকার মানুষ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থায়ী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে নদীভাঙনের শিকার হয়ে কয়েক হাজার পরিবার অন্যত্র চলে গেছে। ভাঙনের কবলে পড়ে ভূমিহীন হয়েছে অসংখ্য পরিবার।

এবারও বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গেই চারঘাটের ইউসুফপুর ও সদর ইউনিয়নের প্রায় ছয়টি গ্রামে ভাঙন শুরু হয়। এসব এলাকায় পাউবোর কার্যক্রম নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে পাউবোর কর্মকর্তারা বলছেন, ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি কথাটা ভুল। চারঘাট – বাঘা এলাকায় পদ্মার ভাঙন রোধে ৭২২ কোটি টাকার প্রকল্পের কাজ বর্তমানে চলমান আছে। এ মৌসুমে উপজেলার সব এলাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি।টাকা বরাদ্দের জটিলতায় ভাঙন রোধ প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাগুলো নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের আওতায় কাজ চলছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি ২৪ লাখ ২৬ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। তবে টাকা বরাদ্দের জটিলতায় প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পদ্মাপারের এলাকায় গিয়ে দেখা গেছে, রাওথা এলাকায় নতুন বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু বাঁধের পার্শ্ববর্তী পিরোজপুর, চন্দনশহর ও গোপালপুর চর এলাকায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। দক্ষিণ পিরোজপুর এলাকায় গত সাত দিনে কয়েক বিঘা ফসলি জমি ও গাছপালা পদ্মায় বিলীন হয়েছে। নেওয়া হবে।

এদিকে ইউসুফপুর এলাকার নদী রক্ষা বাঁধেও ভাঙন শুরু হয়েছে।পদ্মাপারের পিরোজপুর এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, প্রতিবছরই নদীতে বিলীন হচ্ছে তাঁদের বসতভিটা ও কৃষিজমি। ভাঙন রোধে নেই কোনো স্থায়ী ব্যবস্থা। যখন ভাঙন শুরু হয়, তখনই নামমাত্র কাজ করা হয়। যে কাজে কোনো সফলতা আসে না। গত সাত দিনে কয়েক বিঘা জমি পদ্মায় বিলীন হলেও পাউবো তা প্রতিরোধে আসেনি।

উপজেলার ইউসুফপুর কৃষি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম বলেন, ‘ইউসুফপুর এলাকার পুরোনো বাঁধে ভাঙন শুরু হয়েছে। আমরা এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এ বছর নদীতে বিলীন হবে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক গ্রাম।”

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পাউবোর সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, নদীর পানি প্রতিদিনই বাড়ছে। ভাঙন রোধে প্রকল্পের কাজও চলমান আছে। ইউসুফপুর এলাকায় আগামী মৌসুমে বাঁধের কাজ শুরু হবে। কিন্তু পিরোজপুর ও চন্দন শহর এলাকা বাঁধ তৈরির আওতায় নেই। তবে পানি বাড়ায় যেসব এলাকায় নদীভাঙন শুরু হচ্ছে, সেখানে জিও ব্যাগ ফেলাসহ যাবতীয় ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থার কাজ চালিয়ে যাচ্ছেন।

admin

Related Posts

বাঘায় পদ্মা নদীতে ডুবে এক যুবক নিখোঁজ

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্ম নদীতে ডুবে আসাদ হোসেন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চকরাজাপুর চর ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।…

বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মাঠে সরব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে ৬ষ্ঠ উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

  • By admin
  • April 22, 2024
  • 33 views
ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

পশ্চিম রেলে আউটসোর্সিং ডিপার্টমেন্টে নিয়োগের মাধ্যমে অর্থ বানিজ্যের অভিযোগ

  • By admin
  • April 22, 2024
  • 10 views
পশ্চিম রেলে আউটসোর্সিং ডিপার্টমেন্টে নিয়োগের মাধ্যমে অর্থ বানিজ্যের অভিযোগ

বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নেতৃবৃন্দের পছন্দের শীর্ষে প্রার্থী শহিদুল ইসলাম শহিদ

  • By admin
  • April 21, 2024
  • 16 views
বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নেতৃবৃন্দের পছন্দের শীর্ষে প্রার্থী শহিদুল ইসলাম শহিদ

বাঘায় পদ্মা নদীতে ডুবে এক যুবক নিখোঁজ

  • By admin
  • April 20, 2024
  • 234 views
বাঘায় পদ্মা নদীতে ডুবে এক যুবক নিখোঁজ

বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

  • By admin
  • April 17, 2024
  • 96 views
বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ

  • By admin
  • April 9, 2024
  • 212 views
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ