বিনা দোষে কারাবাস ১৬ বছর পর মুক্তি

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি দিন কেটেছে মৃত্যুর আতঙ্কে। রাতের পর রাত কেটেছে নির্ঘুম। আবার কোনো রকমে ঘুম এলে স্বপ্নে দেখতেন তোলা হচ্ছে ফাঁসির মঞ্চে। আবার কখনো মাঝরাতে ঘুম ভেঙে যেত কনডেম সেলের অন্য কয়েদিদের কান্নায়। সঙ্গে সঙ্গে কান্না জুড়ে দিতেন ইসমাইল এবং সোনারদিও। হাউমাউ করে তাঁরা বলতেন, ‘আমি নির্দোষ। আমি কেন ফাঁসির আসামি!’

অবশেষে সর্বোচ্চ আদালতে প্রমাণ হয়েছে এ দুজন কোনো দোষ করেননি, তাই মুক্তি পেয়েছেন। কিন্তু এরই মধ্যে জীবনের ১৬টি বছর কেটে গেছে কারাগারে। ১৬ বছরের মধ্যে ১৪ বছর ফাঁসির রায় নিয়ে কাটিয়েছেন কনডেম সেলে। তাও হয়েছে একজনের সঙ্গে সামান্য ঝগড়ার কারণে। কে জানত কারও সঙ্গে কথা-কাটাকাটি হলেই এভাবে ফাঁসিতে মৃত্যুর প্রহর গুনতে হবে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে জৈটাবটতলা মোড়। এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে ধয়াপাড়া যৌবন লাইন গ্রাম। ২০০৬ সালের ২০ অক্টোবর এই গ্রামেরই সৌদিপ্রবাসী বজলুর রহমানের স্ত্রী মিলিয়ারা খাতুন ওরফে রোকসানা ওরফে মিলু (৩০) এবং তাঁর মেয়ে পারভীন ওরফে শাবনূরকে (৯) গলা কেটে হত্যা করা হয়। সেই মামলায় ফেঁসে গিয়েছিলেন এই গ্রামেরই ইসমাইল হোসেন ওরফে বাবু (৪২) ও মো. সোনারদি ওরফে সোনারুদ্দি (৬০)।

গতকাল শুক্রবার সকালে বাড়ির সামনেই বসেছিলেন ইসমাইল। তিনি শোনালেন মামলায় ফেঁসে যাওয়ার গল্প। মামলায় মোট আসামি চারজন। এর মধ্যে মুক্তার নামের একজন ঘটনার পর থেকেই পলাতক। হত্যাকাণ্ডের পর পুলিশ তরিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে। এই তরিকুলই ফাঁসিয়ে দেওয়ার জন্য পুলিশকে জানিয়েছিলেন, ইসমাইল ও সোনারদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

ইসমাইল জানান, তরিকুলের ভাগনিকে তিনি বিয়ে করেছিলেন। বনিবনা না হওয়ায় পর ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর একদিন তরিকুলের সঙ্গে তাঁর হাতাহাতি হয়েছিল। সেদিন ইসমাইলও তাঁর সঙ্গে ছিলেন। এতটুকু ঘটনার কারণে তরিকুল তাঁদের ফাঁসিয়ে দিয়েছিলেন। তরিকুল এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। এ কারণে সবাইকেই ফাঁসির দণ্ড দেওয়া হয়। পরে আপিলে তরিকুলের দণ্ড কমে যাবজ্জীবন হয়েছে।

গ্রেপ্তারের পর শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দেন ইসমাইল। রিমান্ডের দিনগুলো মনে হলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে তাঁর। দুই বছর কারাগারে থাকার পর যখন মৃত্যুদণ্ডের রায় হয় তখন থেকেই শুরু হয় আরেক কষ্টের জীবন। কনডেম সেলে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ছোট ছোট কোনো ঘটনায়ও তাঁরা মানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন বলে জানান, আর সেটা বিনা দোষেই।

এ নিয়ে ইসমাইল বললেন, ‘জেলখানায় আমার মতো অনেক নির্দোষ ব্যক্তি দণ্ড মাথায় নিয়ে দিন গুনছে। আমরা যদি এখন নির্দোষ হয়ে কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যাই, তা হলে বিচারব্যবস্থায় এর প্রভাব পড়বে। সবাই ভাববে, জেল থেকে বেরিয়েই এরা ঝামেলা করছে। এটা উদাহরণ হিসেবে দেখা হবে। তখন যেসব নির্দোষ ব্যক্তি জেলে, তারা আর বের হতে পারবে না। তাই আমরা কোনো ঝামেলা করতে চাই না। সব ভুলে যেতে চাই। কিন্তু জীবনের ১৬টি বছরের এত কষ্টের কথা তো আর ভুলে যাওয়া যাবে না।’
সূত্র:আজকের পত্রিকা স/আর

  • admin

    Related Posts

    বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

    নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মাঠে সরব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে ৬ষ্ঠ উপজেলা…

    প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ

    নিজস্ব প্রতিনিধিঃ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

    • By admin
    • April 17, 2024
    • 80 views
    বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে শহিদ

    প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ

    • By admin
    • April 9, 2024
    • 203 views
    প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা প্রকাশ

    রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন

    • By admin
    • April 9, 2024
    • 16 views
    রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন

    আমরা পণ্যের দাম বাড়লে বেশি কিনি, অন্য দেশে দাম বাড়লে বর্জন করে : সমাজকল্যাণমন্ত্রী

    • By admin
    • March 20, 2024
    • 47 views
    আমরা পণ্যের দাম বাড়লে বেশি কিনি, অন্য দেশে দাম বাড়লে বর্জন করে : সমাজকল্যাণমন্ত্রী

    অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ

    • By admin
    • March 20, 2024
    • 18 views
    অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ

    মাদকের বিরুদ্ধের কঠোর হতে প্রশাসনের প্রতি এমপি আসাদুজ্জামান আসাদের আহ্বান

    • By admin
    • March 20, 2024
    • 19 views
    মাদকের বিরুদ্ধের কঠোর হতে প্রশাসনের প্রতি এমপি আসাদুজ্জামান আসাদের আহ্বান