নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ভান্ডারপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।
গতকাল রবিবার ২৯ ডিসেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন ভান্ডারপুর এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি অটোভ্যান তল্লাশি করে গাঁজা গুলো উদ্ধার করতে সক্ষম হয়। অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিলো এই তিন জন ব্যক্তি।
আটককৃত ব্যক্তি জয়পুরহাটের আক্কেলপুর থানার সোনামুখী হাজীপাড়া এলাকার মৃতঃ আলম মন্ডলের ছেলে মোঃসুইট মন্ডল (২৯), নওগাঁ জেলার বদলগাছী থানার সাগরপুর এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে হাসেম আলী (৫০)। একই থানার গয়োশপুর এলাকার দেলোয়ার মন্ডলের ছেলে রুবেল ইসলাম।
এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি অটোভ্যান জব্দ করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
এদিকে নওগাঁ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক জনাব মোঃ লোকমান হোসেন।
এ বিষয়ে পরিদর্শক জনাব খলিলুর রহমান বাদী হয়ে বদলগাছী থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।