নিজস্ব প্রতিনিধি ঃ নব্বইয়ের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা জিয়াবুল হোসেন এর ৩২ তম মৃত্যু বার্ষিকী ২৮ নভেম্বর। দিন টিকে উদযাপন করতে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জাফর শোক র্যালি ও কবর জিয়ারত এর আয়োজন করেছেন।”শহিদ জিয়াবুল তুমি ঘুমাও শান্তিতে, আমরা তোমার চেতনায় সদা জাগ্রত রাজপথে “শ্লোগান কে সামনে রেখে
রাজশাহী মহানগর ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
কলেজ শাখা ছাত্রলীগের প্যাডে রাশিক দত্ত ও আশরাফুল ইসলাম জাফর সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে নয়টায় রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস থেকে শোক র্যালি শুরু করে রাজশাহীর মহানগর ছাত্রলীগের র্যালিতে একত্রিত হয়ে শহিদ জিয়াবুল হোসেনের কবরস্থানে শেষ হবে এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে।উক্ত অনুষ্ঠানে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মিদের উপস্থিত থাকার অহব্বান জানিয়ে সভাপতি রাশিক দত্ত বলেন” শহিদ জিয়াবুল হোসেন আমাদের অনুপ্রেরণা, তার আত্মত্যাগ থেকে আমরা শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাবো,দেশরত্ন শেখ হাসিনা এবং উত্তর বঙ্গের অভিবাবক রাজশাহী সিটি করপোরেশন মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করবে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।