চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ ১ জন কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চন তলা গ্রামের মৃত সর্ফেদা বেগম ও মৃত ইদ্রিস আলীর ছেলে ডালিম ইসলাম (৩৫)।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৪ অক্টোবর অর্থাৎ বুধবার দিবাগত রাত ১২ টার কিছু পরে গোমস্তাপুরের ৬ নং বোয়ালিয়া ইউপি কাউন্সিল হতে কানসাট গামী পাঁকা রাস্তা সংলগ্ন লক্ষিনারায়ণপুর মোড়ের রফিকের লেদের দোকানের সামনে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযানটি চালায়।
কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে অস্ত্র গুলি ম্যাগাজিনসহ ডালিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়।