শামসুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ গার্মেন্টস অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ২৫ দিন ধরে মারুফা (১৭) নামের এক গার্মেন্টস কর্মি নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ মারুফা রাজশাহীর বাগমারা উপজেলার খালগ্রাম গ্রামের তনজেব আলির তৃতীয় মেয়ে বলে জানা গেছে।
জানা যায়, গত ১৩ ই এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ আদাবর থানার অন্তর্গত এলাকায় নিখোঁজের এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বিভিন্ন আত্বীয়স্বজনদের সাথে মারুফার বিষয়ে খোঁজ খবর নিলে কোথাও খোঁজ মেলেনি বলে ১২ দিন পর নিখোঁজের মা আদাবর থানায় একটি সাধারন ডায়রী ভূক্ত করেন। যার ডায়রী নাম্বার ১২৬৩।
থানার ডায়রী ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা হতে কয়েকবছর পূর্বে অভাব অনটনের দায়ে নিখোঁজের পরিবার ঢাকায় আদাবর এলাকায় অবস্থান করে বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়। সংসারের উপার্জন ক্ষমতা বাড়াতে নিখোঁজ মারুফা গার্মেন্টসে নিয়মিত চাকুরী করতে থাকে। নিখোঁজের মা ময়না বেগম জানান, গত ১৩ ই এপ্রিল সকাল ৭:০০ঘটিকার সময় মারুফা ব্যাগ ভর্তি কাপড় নিয়ে গার্মেন্টস অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় অফিস সহ বিভিন্ন জায়গায় মারুফার বিষয়ে খোঁজখবর নিলে এখানে আসেনি বলে আমাকে নিশ্চিত করলে চিন্তিত হই। পরে জানতে পারি মারুফা একটা ছেলের সাথে নিয়মিত কথা বলত ও যোগাযোগ রাখত। যার মোবাইল নাম্বার সাধারন ডায়রীতে উল্লেখ করা হয়েছে। মোবাঃ নং-০১৯৫৭২১৪১১৯। নিখোঁজের পরনে ছিল লাল সবুজ থ্রী পিছ, কালো রঙ্গের বোরখা, গায়ের রং ফর্সা, লম্বা ৫ ফিট ২ ইঞ্চি।
এবিষয়ে যোগাযোগ করা হলে উল্লেখিত জি’ডি’র তদন্ত কর্মকর্তা এস আই আঃ সালাম বলেন, মারুফা নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রী অন্তর্ভূক্ত করা হয়েছে। মারুফাকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। কোন স্বহৃদয়বান ব্যাক্তি নিখোঁজ মারুফার খোঁজ পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। মোবাইল নাম্বার ০১৭১৭-০৪৮৩২৮, ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা আদাবর থানা।