স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ শ্যামপুর ও কদমতলী থানার উদ্যোগে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জুরাইন রেলগেট সংলগ্ন এই শোকসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সভাপতি শ্যামপুর থানা আওয়ামীলীগ, কাজী হাবিবুর রহমান হাবু সাধারণ-সম্পাদক শ্যামপুর থানা আওয়ামীলীগ, মোঃ শফিকুর রহমান জি.এম, সিনিয়র সহ-সভাপতি শ্যামপুর থানা আওয়ামীলীগ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যারিষ্টার কাজী সামিউল রহমান (অভি), খুরশিদ-উর রহমান মাসুম, আলহাজ্ব শরীফ মোঃ আলমগীর, মোঃ সাইফুল ইসলাম, বাবু খোকন মজুমদার, বিল্লাল হোসেন, রায়হান উদ্দিন শান্ত,ইউসুফ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ.কে.এম খায়রুল বাশার।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সদস্যদের জন্য দোয়া- মিলাদ মাহফিল ও দুস্থ- অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে