

চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছেন।
১১ মে বুধবার রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধুলাউড়ী মোহনী গ্রাম সংলগ্ন ঈদগাহ মাঠের দক্ষিণ দিকে তালপট্টিগ্রামী কাঁচা রাস্তার কালভার্টের উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ আসামী দূর্জয় মন্ডল (২১) কে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত দূর্জয় মন্ডল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শ্রী রানা মন্ডল ছেলে।
গ্রেপ্তারকৃত দুর্জয় মন্ডল জিজ্ঞাসাবাদে জানান সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।