
নিজস্ব প্রতিনিধি ঃআওয়ামীলীগ এর বহিস্কৃত নেত্রী ও অনলাইন টেলিভিশন জয়যাত্রার এর এমডি হেলেনা জাহাঙ্গীর র্যাবের হাতে আটক।দুই ঘন্টা অভিযানের পর র্যাব তাকে আটক দেখায়।অভিযানে র্যাব তার বাসা থেকে বিদেশি মদ,কিছু চাকু, পশুর চামড়া ও ক্যাসিনো খেলার কিছু সামগ্রী উদ্ধার করে।আরো কি ঘটনা ও কি ধরনের অভিযোগ আছে র্যাব তা প্রেস বিজ্ঞপ্তিতে জানাবে।