নিজস্ব প্রতিনিধিঃআগামী দিনের আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তি নির্ভর স্মার্ট জেনারেশন তৈরির ক্ষেত্রে ইইই বিভাগ থেকে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে হাজি দানেস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইইই ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।পূ্র্ণাঙ্গ কমিটিতে নির্বাচিত হয়েছেন-
সহ-সভাপতি – রুহুল আমিন
সাধারন সম্পাদক – সৌরভ আহমেদ
যুগ্ম সাধারন সম্পাদক –
i. মো. হাসনাত রহমান শান্ত
ii. মো. মেহেদী হাসান ঊৎসব
iii. রাজা আগারওয়াল
সাংগঠণিক সম্পাদক – আসিফ মাহমুদ
সহ-সাংগঠণিক সম্পাদক –
i. রউফ ইবনে রফিক(দ্বীপ)
ii. মিরাজ বিন সাইফুল
iii. লাবাইদ ফেরদৌস
প্রচার সম্পাদক – মো. রাকিব হাসান
সহ-প্রচার সম্পাদক –
i. মো. জাহিদ হোসাইন রাব্বী জয়
ii. মো. মিজু ইসলাম
iii. মেহেদী হাসান মাহিম
সংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – মো. হাসান মারুফ লিমন
সহ-সংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক –
i. লামিয়া করিম কওমী
ii. সাইম মাহমুদ
iii. জয় বণিক
সিনিয়র কার্যকরী সদস্য – মো. শাহনেওয়াজ সাইদ
কার্যকরী সদস্য –
i. মো. ফুয়াদ আল হাসান
ii. মো. মেহেদী হাসান
iii. মো. মেহেরাব হোসাইন
iv. রাফিউল ইসলাম আনাম
v. খাইরুল ইসলাম
vi. তাসনিমুল হাসান
এক সাক্ষাৎকারে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ বলেন- আগামী দিনের আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তি নির্ভর স্মার্ট জেনারেশন তৈরির ক্ষেত্রে ইইই বিভাগ থেকে দক্ষ মানবসম্পদ তথা ইইই বিভাগের প্রতিটা স্টুডেন্ট শুধু গ্র্যাজুয়েট নয়, যেন দক্ষ পেশাজীবি হতে পারে, দেশের প্রতিটা প্রযুক্তি সেক্টরে যেন সামর্থ্যের প্রমাণ দিয়ে নিজেদের মেলে ধরতে পারে সেই লক্ষ্যে কাজ করবে ইইই ক্লাব। ইইই ক্লাবের অতীত ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর যে সকল আয়োজন থাকে সেগুলো বহাল থাকবে পাশাপাশি নতুন সংযোজন হিসেবে জব ফেয়ার, ক্যারিয়ার মেলাসহ আরও কিছু উদ্ভাবনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ইইই গ্র্যাজুয়েটস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করবে ইইই ক্লাব।
এছাড়াও সহ-সভাপতি রুহুল আমিন বলেন-
সামনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করে আমরা আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। যার মধ্যে EEE DAY, Intra university Robo carnival, টেক ফেস্ট, প্রজেক্ট হাব, বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা অর্জন বিষয়ক বিভিন্ন সেমিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে। আমাদের বর্তমান কমিটি প্রতিটি দায়িত্বের বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে অংশীদারিত্বমূলক প্রোগ্রাম আয়োজন করতে চায় যা সারাদেশে আমাদের ডিপার্টমেন্ট তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রতিষ্ঠিত করবে বলে আমরা বিশ্বাস করি।