
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিসের কোন ডুবুরী দল নেই। ফলে জেলায় ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করতে ডুবুরী দল কে রাজশাহী থেকে আসতে হয়। এতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় চলে যায়। জেলার সূধী মহল এখানকার ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে ডুবুরি দল সংযোজন করতে মত প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের নিচে জলাশয়ে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন রমজান আলী রাসেদুল (১৭) নামের এক কিশোর বালক। নিহত কিশোর বালক চরমোহনপুর লাহাপাড়ার রেজাউল ইসলামের ছেলে। গত শনিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, শনিবার দুপুরে চরমোহনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের নিচে গোসল করতে নামে রমজান। সে ছিল মৃগি রোগী। পরে সে আর উঠতে পারেনি।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যোগ দেয় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে রমজানকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিন্টু রহমান।
পরিবারসহ এলাকার মানুষ বলছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে থাকলে হয়ত দ্রুত উদ্ধার করা যেত নিহত রাসেদুলকে। প্রয়োজন এর তাগিদেই তাই জেলায় ডুবুরি দল দরকার।