নিজস্ব প্রতিনিধি ঃ দরিদ্রদের পাশে দাড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিত্তবানদের আহব্বান জানিয়েছেন নওহাটা পৌর মেয়র জনাব হাফিজুর রহমান হাফিজ।মেয়র তার ব্যাক্তিগত ভেরিফাই ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহবান জানান।মেয়র বলেন আমরা সকলে নিজনিজ অবস্থান থেকে প্রতিবেশী সকল দরিদ্রের পাশে দাঁড়ালে আমরা সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো।নিচে নওহাটা পৌর মেয়র জনাব হাফিজুর রহমান হাফিজ পোষ্ট টি তুলে দেওয়া হলো।

 

প্রিয় নওহাটা পৌর বাসি,
আসসালামু আলাইকুম,আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা, প্রিয় পৌরবাসি আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ,আপনারা যারা উচ্চ ও মধ্যবিত্ত আপনাদের পাশের বাসা এবং নিজ গ্রামের খোজ খবর নিবেন, যারা হত দরিদ্র ও দিন মজুর তারা তাদের পরিবারের জন্য পোশাক, সেমাই-চিনি বা একটু ভালো খাবার কিংবা তাদের পছন্দনীয় খাবার ক্রয় করতে পেরেছে কি? যাদেরকে আল্লাহ ভালো রেখেছেন তাদের কে আমি বিনীত অনুরোধ করবো,আপনাদের ভাই বা সন্তান হিসাবে, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের মুখে একটু হাসি ফোটান,দেখবেন সেই হাসিতেই উদ্ভাসিত হবে আপনাদের জীবন।
ঈদের আনন্দে মিলিত হবো এক সাথে এটায় হোক আমাদের অঙ্গিকার।

আপনাদের-
“হাফিজ “

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *