
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারত সীমান্ত ঘেঁষা পদ্মার ঐ পারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়ায় মাদক কারবারিদের দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে বোমা হামলায় শ্যালো মেশিনের মেকানিক ও শ্যালো চালক জিয়ারুল ইসলাম নিহত হয়ছে।
নিহত ব্যক্তি দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে এ হামলা চালানো হয় বলে এলাকাবাসী জানিয়েছেন গণমাধ্যমকে।
এ বিষয়ে দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু ও পাঁকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বোমায় নিহত হবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, বোমা বিস্ফোরণ ঘটালে বোমার আঘাতে জিয়ারুল হকের একটি পা হাঁটু থেকে বিচ্ছেন্ন হয়ে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধার করে নৌকা যোগে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, পদ্মা নদীর ওপারে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে ও জিজ্ঞাসাবাদ করেছে। থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। মাদককে কেন্দ্র করেই এই হামলা হয়।
ফক্স নিউজ বিডি/ক/২০২১