চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় ডাকাতি করার সময় জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে।

৩১’জুলাই (শনিবার) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫ টার সময় একদল ডাকাত এক আম ব্যবসায়ীকে আটকে থাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এমন সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে ২ ডাকাত জনতার হাতে ধরা পড়ে। বাকিরা পালিয়ে যায়।
আটককৃত দুই ডাকাত কয়লাবাড়ি গ্রামের ফজলু ওরফে ফজলুর ছেলে গোলাম রাব্বানী ও মোঃ গাভুর ছেলে মোঃ ঝাইটন। তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন জানান, ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে