
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় ডাকাতি করার সময় জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে।
৩১’জুলাই (শনিবার) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫ টার সময় একদল ডাকাত এক আম ব্যবসায়ীকে আটকে থাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এমন সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে ২ ডাকাত জনতার হাতে ধরা পড়ে। বাকিরা পালিয়ে যায়।
আটককৃত দুই ডাকাত কয়লাবাড়ি গ্রামের ফজলু ওরফে ফজলুর ছেলে গোলাম রাব্বানী ও মোঃ গাভুর ছেলে মোঃ ঝাইটন। তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন জানান, ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।