মুকুল আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হাত-পায়ে গ্লাভস না দিয়েই আটা মিশ্রণ করে সেমাই উৎপাদনের অপরাধে ন্যাশনাল ফুড নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ এপ্রিল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত ন্যাশনাল ফুডকে এই জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বাজার মনিটরিং অভিযানে ৪৩ ধারায় এই জরিমানা আদায় করা হয়।
সরেজমিনে থেকে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন নেই।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, সেমাই তৈরির আগে আটা ভালোভাবে মিশ্রণ করতে হয়। ন্যাশনাল ফুডের শ্রমিকরা আটা মিশ্রণে খালি হাত-পা ব্যবহার করেছেন। গ্লাভস ব্যবহারের নিয়ম থাকলেও তা মানেননি তারা।
তিনি আরও বলেন, এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে ন্যাশনাল ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং এ জাতীয় কাজ পরবর্তীতে যেন আর না করা হয় বলে সতর্ক করা হয়েছে।