সেভেন স্টারের রণেভঙ্গ
কানা স্টার গ্রুপকে হাইকোর্ট দেখিয়ে লাভ নে!
তানোর(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের জনপ্রিয় এমপি ওমর ফারুক চৌধুরীর অনুসারীদের মনোনয়ন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বুঝিয়ে দিলেন এমপি ওমর ফারুক চৌধুরী একমাত্র সচ্ছ রাজশাহী জেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করতে মরিয়া তাঁরা কখনোই আওয়ামী লীগ হতে পারে না।
এদের কাজ শুধু দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে জামাত বিএনপির কাছে থেকে সুবিধা আদায় করা। এরা আওয়ামী লীগ না এরা আমিলীগ যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিষ্কার হয়ে গেছে।
যার ফলে, এমপি ওমর ফারুক চৌধুরীর অনুসারীদের মনোনয়ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে বর্তমান যুগেও চোখ থাকিতে অন্ধ সেভেন স্টার গ্রুপ বলে জনসাধারণের মধ্যে গুঞ্জন উঠেছে। জনসাধারণের অভিযোগ, দেশে যে পরিমাণ গোয়েন্দা সংস্থা আছে তার পরেও মনোনয়ন দেয়া নিয়ে সেভেন স্টার গ্রুপের অপপ্রচার কিছুতেই থামছে না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মনোনয়ন নিয়েও সেভেন স্টার গ্রুপের অপপ্রচার থামছে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতো পাগল নয় যে কোন জরীপ ছাড়াই মনোনয়ন দিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাজার হাজার ডিজিএফআই,এনএসআই, গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, কার কেমন জনপ্রিয়তা, যা দেখেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে চেয়ারম্যান প্রার্থীদের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। ফলে সেভেন স্টার গ্রুপের এতেই বোঝা উচিৎ তারা আওয়ামী লীগ না তারা আমিলীগে পরিনত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান বলেন, জেলার এক পদপদবী হারানো বগি নেতা ভোট এলেই শুরু হয়ে যায় তাদের অপতৎপরতা, কি ভাবে দলের ভিতরে কোন্দল সৃষ্টি করে নিজের ফায়দা হাসিল করা যায়। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বার্থের কথা ধরে ফেলেছেন। এখন শুধু সময়ের ব্যাপার যেকোন মুহূর্তে সাংগঠনিকভাবে এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হতে পারে বলে তিনি জানান।