স্টাফ রিপোর্টার : পরিমল কুমার পরাণ বর্তমান সময়ের একজন তরুণ সাহিত্যপ্রেমী ব্যক্তি। বলতে গেলে বর্তমান সময়ের সাহিত্যের প্রতি নিবেদিত একটি প্রাণ। ছোট বেলা থেকেই তার প্রগাড় সহানুভূতি, সাহিত্যের প্রতি তার অসীম ভালোবাসা।

বর্তমান সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একজন পরিচিত মুখ। বয়স অল্প হলেও তাঁর লেখার দ্বারা তিনি জয় করে নিয়েছেন হাজারও পাঠকের ভালোবাসা।
তাঁর সম্পাদিত দহনপ্রিয় তারুণ্যের ছোটকাগজ “বর্ণ” ২০১৩ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। যা সৃজনশীল সাহিত্যের দ্বার ঊন্মেষে, নতুন লেখক সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছে এবং ইতিমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

তিনি ১৯৯৬ (সার্টিফিকেট) সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার মোহনপুর উপজেলার অন্তর্গত রায়ঘাটি ইউনিয়নের হাটরা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী ছাড়াও বাংলাদেশের প্রতিটি জেলায় তার অনেক পাঠক এর সমাবেশ লক্ষ্য করা যায়।
বাংলাদেশ ছাড়াও ভারতেও রয়েছে তার অনেক পাঠকবৃন্দ।দিন দিন পাঠকদের ভালোবাসায় নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন রাজশাহীর এই তরুণ লেখক। ইতিমধ্যে তার অনেক গুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই তার একক কাব্যগ্রন্থ “আহত হৃদয়” ও “সে আমার একলা পাখি” নামে উপন্যাস প্রকাশিত হবে। তার লেখা গুলোর বিষয়ে তার কাছে জানতে চাইলে পরিমল কুমার পরাণ বলেন- সাহিত্য জীবনের কথা বলে। আমি কবি নাহ, এমনকি তেমন লিখতেও পারি নাহ। লেখালিখি আমার পেশা নয় নেশা। আত্মতৃপ্তি ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই লেখার চেষ্টা করি।

তিনি দেশসেরা রাজশাহী কলেজ থেকে বি,এ অনার্স শেষ করেছেন ২০১৯ সালে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন ও সাংবাদিকতায় কর্মরত রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে