

চিত্রশিল্পী মাহমুদুর দীপন
(সালমা খান)
মৃত শরীর
ঐ দেখো বরের বেশে দাড়িয়ে
আছে মায়াবৃক্ষ তোমার ছায়ায়,
মেঘবৃষ্টি নির্ধারিত আয়ুর চাইতে
আরো বাঁচতে চায় মেঘের কাছে
তুমি মৃত শরীরে মৃত্তিকায় ভেসে
উঠো নিস্তব্ধ মেঘজল অন্ধকারে।
তোমার এমন বিষণ্ণ দৃশ্যাবলী ডুবে
থাকে সূর্যাস্ত গোধূলি রঙ নিয়ে
দেখেনা তোমার সিঁথির সিঁধুর
ছিলো একসময় রক্তিম লাল,
ছুঁয়ে ছিলো রশ্মিটুকু প্রথম আবেগে
অকস্মাৎ কম্পমান অশরীরী দিন,
নিজস্ব আর্ত প্রান্তর জুড়ে অবসন্ন মুখ ।
বধিরতায় শোনেনা কেউ অতৃপ্ত
আত্মার ধ্বনি ।
চোখের আলস্যে যে তন্দ্রা জড়িয়ে থাকে,তাকে ছুঁয়ে ঘুমের প্রস্থানপথে
জলে ভেসে যায় রক্ত।
আপন মগ্নচৈতন্য বয়ে চলা নদী – মহুয়া মাতাল।
ঐ দেখো দূরে কোথাও বিরহঘুর্ণি।
খবরের কাগজে সমস্ত খবর নৈঃশব্দে
অতীত হয়।
দৃশ্যত ,কত সড়কের রক্তের বিভায়
প্রত্যহ লুটিয়ে পড়ে রক্তাক্ত শবের স্তূপ।
মাটির পতুল লেগে থাকে আগুনপোড়ার গন্ধ। মৃত্যু!
তোমার আত্মা মাটির তলানি থেকেই
জেগে সুখ খুঁজে মায়াবৃক্ষের ছায়ায়,
মৃত মুখ ভিজিয়ে নেয় ঠোঁটে মেঘবৃষ্টির
ঘুমপাহাড়ে।