আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় হাট ইজারা নেওয়া নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৯ ফ্রেরুয়ারী) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের খদ্দ্ লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নগরকান্দা থানাধীন বিনোকদিয়া হাট ইজারা প্রতিবছর নিয়ে থাকেন স্থানীয় সুরুজ শেখ ও তার ভাই নুরু শেখ গংরা এবছর
একই গ্রামের রজব আলী খন্দকার ও তার ছেলে ডালিম খন্দকার হাট ইজারার জন্য টেন্ডার আহ্বান করেন। তাতেই বাদসাধে সুরুজ শেখ গংরা। ভুক্তভোগী রজব আলী খন্দকার অভিযোগ করে বলেন, আমরা এবছর হাটের টেন্ডার আহ্বান করেছি বিধায় আমাদের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে ওরা। রজব আলী খন্দকারের স্ত্রী জহুরা বেগম বলেন, ওরা পরিকল্পিত ভাবে সুরুজ ও তার ভাই নুরু হামলা করেছে, কারন আমাদের বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলো না, এই সুযোগে আমাদের বাড়িতে ডুকে ১২/১৫ জনের একদল সন্ত্রাসী সাথে নিয়ে সন্ধ্যার সময় হামলা করে। নগদ ৭ লক্ষ টাকা যাহা আমরা হাট কেনা বাবদ রেখেছিলাম, স্বর্নলংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
অভিযোগ অস্বীকার করে সুরুজ শেখ বলেন, আমি বিষয়টি জানি না। আমি ওদের বাড়ির দিকেই যাইনি আমার ছোট ভাই নুরু শেখ ওদের বাড়িতে কথা বলার জন্যে গেলে, ওরা নাটক সাজিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ওদের বাড়ির বেড়া ও ঘরের আসবাবপত্র নিজরাই নষ্ট করে,এখন আমাদের নাম দিচ্ছে।
সালথা থানার এস আই সুমন বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একজন কে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।