আজিজুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ থেকে মঙ্গলবার ( ২৩ জানুয়ারী) সকাল ১১ টায় ৪ শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে। সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগের তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে তদারকি অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা প্রোগাম অফিসার টিপু সুলতান, এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব শহিদুল ইসলাম , ইউপি সদস্য দেলোয়ার মোল্লা, মাসুদ রানা, সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম প্রমুখ।