মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারে অতিরিক্ত মদপানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আরমান জামালপুরের নেরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জামালপুর থেকে আরমান আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তিনি মদপান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রুবেল মিয়া বলেন, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে