সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে উপস্থিতি হার বাড়াতে নওগাঁর সাপাহারে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃস্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে “শিক্ষা জাতির মেরুদণ্ড” প্রতিপাদ্যের আলোকে অভিভাবকদের নিয়ে উক্ত মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃস্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী শাহ্ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর।
এসময় সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, আলহেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরল ইসলাম, জামান নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। সৃস্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জুয়েল রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা ইস্ফাত জেরিন মিনা।