শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্হানে জাতীয় মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে আড়াই কেজি শুকনা গাজা সহ ১ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
পুলিশ সুপার (এসপি) গাইবান্ধা মহোদয়ের নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এস আই মোঃ আব্দুল গোফাফার, এ এস আই মোঃ সাহেদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩ রা মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে গাজা সহ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সরকার টারি গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা যায়। রংপুর টু ঢাকা জাতীয় মহাসড়কের সৈয়দপুর টু সিরাজগঞ্জ গামী সোনার মদিনা যাত্রীবাহী বাস, যাহার নং সিরাজগঞ্জ মেট্রো ব ১১-০০৪৯ তল্লাশি চলাকালে অভিনব কায়দায় শরীরের কোমরে মোড়ানো, পেচানো ও বিশেষ ভাবে লুকায়িত ২.৫ ( আড়াই) কেজি শুকনা গাজা সহ একাধিক মাদক মামলার আসামী কে গ্রেফতার করে বলে জানা যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমিরুজ্জামান জামান। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।