শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা কে মাদক মুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার (এসপি) গাইবান্ধা মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ সাদুল্লাপুর থানা কেএম আজমিরুজ্জামান, ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী, এস আই নুরুজ্জামান, এস আই জিয়াউল আলম, এ এস আই মিলন, এ এস আই রুবেল, এ এস আই দিলীপ সহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রংপুর টু ঢাকা গামী মহাসড়কে সাদুল্লাপুর সীমানায় ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজাস্হ মহাসড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পূর্ব পাশে বিভিন্ন যানবাহনে তল্লাশি চলাকালে, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী হতে ঢাকা মাওয়া গামী নাদিয়া পরিবহন ঢাকা মেট্রো ব- ১৫-৩৬২৮ যাত্রীবাহী বাসে তল্লাশি করেন পুলিশ। এসময় তিনজন মাদক ব্যবসায়ী ১.সুজন মিয়া (৩২), ২.দুলাল হোসেন (২২) ৩.মানিক মিয়া (৩৫) ভুরুঙ্গামারী কুড়িগ্রাম দ্বয়ের হেফাজতে বিশেষ কায়দায় থাকা ১৩ কেজি গাজা সোমবার ১২ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১ টার দিকে উদ্ধার ও তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়।