“বাজারে আগুন” লেখক- সজিব আকবর 

বাজারে লাগলো আবার আগুন,
কাঁচামরিচ আটশো টাকা
একশো টাকা বাগুন।

পেঁয়াজ আদা যায়না ছোঁয়া
তেল রসুন নয় হাতের মোওয়া
কেমন করে খাবেন?

পান্তা খাবেন মুড়ি দিয়ে
রুটি খাবেন তুড়ি দিয়ে
বুঝেসুঝে বাজারপানে যাবেন।

জিরা এলাচ থাক শোকেসে
ঘি ডালডাও খুব ফ্যাকাসে
বাঁচার আশা শূন্য,
সিন্ডিকেটের পোয়াবারো
পকেট তাদের পূর্ণ।

( কাঁচামরিচের ছবি নিজের আড়ৎ থেকে তুলেছেন সাংবাদিক এম.ডি আরিফ)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে